বুথের বাইরে এক ব্যক্তিকে থাপ্পড় মারলেন কংগ্রেস প্রার্থী অলকা লম্বা। এই ব্যক্তিকে আটক করেছে দিল্লী পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তি আপ কর্মী। অভিযোগ, বুথের বাইরে অলকা লম্বাকে লক্ষ্য করে গালিগালাজ করেন। দিল্লিতে নির্বাচন চলাকালীন আপ ও কংগ্রেসের দ্বন্দ্ব সামনে এসে পড়ল। এদিন, দিল্লীর মঞ্জু কা টেলার কাছে এই ঘটনাটি ঘটে। ভিডিয়োটতে দেখা যাচ্ছে, বুথের বাইরে কথা বলছিলেন অলকা লম্বা।
আশেপাশের ভিড় থেকেই এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে বাজে কথা বলেন। মাথা গরম করে তাঁকে থাপ্পড় মারতে উদ্যত হন তিনি। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে চলে গেলেও, অলকা ও তাঁর দলের কর্মীরা পিছু ধাওয়া করে পাল্টা কথা বলেন। পরে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে।
দিল্লীর চাঁদনি চক কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লম্বা। অন্যদিকে, এই প্রসঙ্গ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং।