মেরুকরণের রাজনীতিকে পরাস্ত করে দিল্লিতে শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে জিততে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এমনই ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা।
শনিবার দিল্লী বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। তার পর বুথ ফেরত সমীক্ষা থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এবারও দিল্লিতে স্যুইপ করতে পারে আপ। সমীক্ষার মতে, গতবারের থেকে এই জয় কম বড় হবে না। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষার মতে দিল্লি ভোটে বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৫৯-৬৮ টি আসনেই জিততে পারে আপ। বিজেপি পেতে পারে ২-১১ টি আসন। আর কংগ্রেস খাতাই খুলতে পারবে না।
প্রসঙ্গত, দিল্লীতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৩৬ টি আসনে জেতা জরুরি। গত বিধানসভা ভোটে ৭০ টি আসনের মধ্যে আপ জিতে নিয়েছিল ৬৭ টি আসন। কেন্দ্রে সদ্য ক্ষমতা দখল করার পরেও সেই ভোটে মাত্র তিনটে আসনে জিতেছিল বিজেপি। আর কংগ্রেস খাতাই খুলতে পারেনি।
বুথ ফেরত সমীক্ষার মতে, উন্নয়নের কেজরিওয়াল মডেলের পক্ষে ভোট দিয়েছে মানুষ। কী সেই মডেল– তা হল প্রায় বিনামূল্যে বিদ্যুৎ ও জল সরবরাহ, মহিলাদের জন্য বাসের টিকিটের ভাড়া তুলে দেওয়া, বিনামূল্যে ওয়াইফাই ইত্যাদির মতো প্রকল্প।
সন্দেহ নেই বুথ ফেরত সমীক্ষার এই ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গেলে বিজেপির জন্য তা বড় ধাক্কা বইকি। লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যে বিপর্যয়ের মুখ দেখতে হচ্ছে গেরুয়া শিবিরকে। হরিয়ানায় তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শেষমেশ জোট সরকার গড়তে হয়েছে। মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হলেও শরিক শিবসেনার সঙ্গে বনিবনার অভাবে সরকার হাত ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে আঞ্চলিক দলের কাছে ডাহা হেরেছে তারা। এবার দিল্লীতেও মুখ পুড়লে সেটা আখেরে মোদী-অমিত শাহর বড় ব্যর্থতা হিসাবেই চিহ্নিত হবে।