অসাধারণ ট্র্যাক রেকর্ড চলছে এটিকের। টানা তিন ম্যাচে জয়। শেষ পাঁচ ম্যাচে মাত্র এক গোল খেয়েছেন প্রীতম-আগুস্তো, সুমিত রাঠিরা। দশ দলের মধ্যে দ্বিতীয় সর্বাধিক (২৭) গোল করেছে হাবাসের দল। এই পরিস্থিতিতে আজ উড়িষ্যা এফসির মুখোমুখি এটিকে।
লিগ টেবলে প্রথম চারে থেকে আইএসএলের প্লে-অফে খেলা নিয়ে সংশয় নেই এটিকে’র। কিন্তু শনিবার সল্টলেক স্টেডিয়ামে ওড়িশা এফসি’কে বড় ব্যবধানে হারিয়ে লিগ টেবলে একনম্বরে উঠে আসতে চায় এটিকে। কোচ আন্তনিও হাবাসের লক্ষ্য, আইএসএলে তৃতীয়বার এটিকে’কে খেতাব এনে দেওয়া। তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে কলকাতার ফ্র্যাঞ্চাইজি টিম। এই মুহূর্তে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলে দু’নম্বরে রয়েছে এটিকে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে একনম্বরে অবস্থান করছে এফসি গোয়া।
এশীয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার রাস্তাটা দেখতে পাচ্ছেন? সাংবাদিক সম্মেলন শেষে একান্তে এই প্রশ্নটা শোনার পরে এটিকে কোচের শরীরী ভাষাই বদলে গেল যেন। বলে উঠলেন, ‘‘না, না কালকের ম্যাচ নিয়েই শুধু ভাবছি। আর চ্যাম্পিয়ন হব কে বলল? এখনও তা বলার সময়ই আসেনি। উড়িষ্যার বিরুদ্ধে জিতলে অঙ্কের নিয়মে শেষ চারে যাওয়াটা নিশ্চিত হয়তো হয়ে যাবে।’’ বলার পরে গম্ভীর হয়ে গেলেন রয় কৃষ্ণদের স্পেনীয় কোচ। বোঝাই যায়, ‘লুক’ বদলালেও দর্শন বদলানোর রাস্তায় হাঁটতে নারাজ কালো প্যান্ট ও সাদা শার্টের মানুষটি।
এ দিনও বলে দিলেন, ‘‘চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেলে বাকি তিনটি ম্যাচে জিততে হবে। সেটা আমাদের সকলের স্বপ্ন। কিন্তু সে জন্য একটা একটা করে ম্যাচ জেতা দরকার। আমার এবং আমার দলের দর্শন সেটাই। একশো ভাগ দিতে হবে।’’
উড়িষ্যার বিরুদ্ধে রয় কৃষ্ণের সঙ্গে চোট সারিয়ে ফেরা ডেভিড উইলিয়ামস, না এদু গার্সিয়াই খেলবেন তা অবশ্য বলেননি এটিকে কোচ। বলেন, ‘‘প্রতিপক্ষের শক্তি দেখে দল ঠিক করব।’’