রবিবার ভারত-বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল এবং এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রবিবার ফেভারিট ভারতই। ফাইনালের জন্য প্রিয়ম গর্গের টিমকে ভিডিও করে শুভেচ্ছা জানিয়েছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কররা।
নিউজিল্যান্ডে শুট করা এই ভিডিওতে শুভেচ্ছাবার্তা দেন ঋদ্ধিমান সাহা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পুজারা ও বিজয় শঙ্কর। ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার ঋদ্ধিমান বলেছেন, ‘‘বিশ্বকাপের ফাইনাল বলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে ভঙ্গি ও দাপটের সঙ্গে এত দিন খেলে এসেছো। ফাইনালেও একই মনোভাব নিয়ে নামো। কাদের বিপক্ষে নামছো তা ভাবার প্রয়োজন নেই। বিপক্ষকে একেবারে উড়িয়ে দাও। শুভেচ্ছা।’’
টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেছেন, ‘‘সিনিয়র দলের প্রত্যেকের সমর্থন তোমাদের সঙ্গে। ফাইনালের জন্য বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। অন্য একটি ম্যাচ ভেবেই খেলো। সারা দেশ তোমাদের পাশে। তোমরা জিতবেই।’’ পুজারা বলেছেন, ‘‘তোমরা প্রমাণ করেছো কতটা ভাল। ফাইনাল জিতে প্রমাণ করে দাও তোমরাই সেরা।’’
পুজারা যেমন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাড়তি চাপ নিও না। যে প্রসেস ফলো করে খেলে এসেছ, সে ভাবেই খেলো। আমি নিশ্চিত, তোমরা কাপ দেশে নিয়ে ফিরবে।’
যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টিম। পচেস্ট্রুমে সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের ম্যাচ জেতানো সেঞ্চুরি বাংলাদেশকে এনে দিয়েছে অনন্য এক স্বাদ। সামর্থ্য অনুযায়ী স্বাভাবিক ক্রিকেট খেললে যে সুফল পাওয়া যায়, সেটাই যেন গতকাল দেখিয়েছেন মাহমুদুল হাসান জয়রা। ফাইনালের ভারত-পরীক্ষাতেও নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শেষ চারে সেঞ্চুরি করে রাতারাতি তারকা বনে যাওয়া এই তরুণ।