গত বছরের ডিসেম্বর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। সিএএ-এনআরসির বিরুদ্ধে বিগত ৫০ দিনেরও বেশি সময় ধরে প্রতিবাদ চলছে দিল্লীর শাহিনবাগে। আর এই শাহিনবাগকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী যুদ্ধে মেতে ওঠা রাজধানী। শাহিনবাগে অবস্থানরত প্রতিবাদীদের উদ্দেশ্য করে সন্ত্রাসবাদী থেকে শুরু ধর্ষক বলতেও ছাড়েনি বিজেপি নেতারা। এমন পরিস্থিতিতেই নেতাদের সুবুদ্ধি ফিরুক, এই কামনা করে যজ্ঞে বসল শাহিনবাগ। বৃহস্পতিবার এই প্রতিবাদমঞ্চ হয়ে উঠল ধর্ম নিরপেক্ষতার মঞ্চ। হিন্দু রীতি মেনে এখানেই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলেন প্রতিবাদী ফতিমা। সঙ্গে এটাও জানালেন মোদী-শাহজি এখানে আসুন এবং চিনুন কে কোন ধর্মের।
কিছুদিন আগেই পোশাক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য ছিল, ‘পোশাক দেখেই চেনা যায় ওরা কারা।’ তবে একদিকে আজান ও অন্যদিকে মন্ত্র উচ্চারণ বা পোশাক বৈচিত্রে কোনও অংশ থেকেই চেনার উপায় ছিল না কে কোন ধর্মের। সুনীল ভার্গব নামে এক ব্যক্তি শাহিনবাগে শুরু করেন যজ্ঞ। সেখানে ঈশ্বরের কাছে তাঁর প্রার্থনা ছিল নেতাদের যেন সুমতি হয়। মাথায় টুপি পরে ওই মঞ্চেই গায়ত্রী মন্ত্র উচ্চারণে বসেন ফতিমা নামে এক মহিলা। মাথায় তিলক ও রক্ত চন্দনের টিকা পরে এক অন্য শাহিনবাগকে দেখা গেল এদিন। এ প্রসঙ্গেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদীরা বলেন, মোদী-শাহজি এখানে আসুন এবং চিনুন কে কোন ধর্মের।
প্রসঙ্গত, প্রায় ২ মাস ধরে টালমাটাল পরিস্থিতি চলছে শাহিনবাগে। সিএএ-এনআরসির প্রতিবাদে চলছে ধর্না কর্মসূচী। তবে এই প্রতিবাদকে হাতিয়ার করেই ভোট যুদ্ধে মেতেছে দিল্লী। শাহিনবাগের দিকে ধেয়ে এসেছে একের পর এক আক্রমণ। কেউ বলেছেন ওদের গুলি করে মারা হোক, তো কেউ আবার বলেছে ওরা সন্ত্রাসবাদী। এহেন পরিস্থিতিতেই এবার গায়ত্রী মন্ত্র জপ ও যজ্ঞে ধরা দিল প্রতিবাদের নতুন ঠিকানা শাহিনবাগ।