গতকাল রাহুল গান্ধীকে ‘টিউবলাইট’ বলে ব্যঙ্গ করেছিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেসময় তাঁর কথায় রাহুল দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য উঠে দাঁড়ানোয় মোদি নাম না করে তাঁকে ব্যঙ্গ করে বলেন, ‘আমি প্রায় ৩০–৪০ মিনিট কথা বলছি। কিন্তু এতক্ষণে ওখানে বিদ্যুৎ পৌঁছেছে। কিছু কিছু টিউবলাইট দেরিতে জ্বলে।’এবার তার পালটা দিলেন রাহুল। তিনি বললেন, একজন প্রধানমন্ত্রী সুলভ আচরণ করছেন না মোদী।
এদিন রাহুল জানান, ”সাধারণত, প্রধানমন্ত্রীর একটা নিজস্ব ভাবমূর্তি থাকে। তাঁর আচার-ব্যবহার কিংবা বক্তব্যের ধরণ কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর তাঁর মধ্যে কোনওটাই নেই। ওনার আচরণ একজন প্রধানমন্ত্রীর মতো নয়, এটা ওনার পদের অপমান।”
উল্লেখ্য, দিল্লীর নির্বাচনের জন্য এক সমাবেশে যোগদান করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী এখন তো খুব ভাষণ দিচ্ছেন, কিন্তু ছয় মাস পর, উনি ঘর থেকে বের হতে পারবেন না।’ এর ব্যাখ্যা দিয়ে ওয়েনাড়ের সাংসদ বলেন, ‘দেশের যুবসমাজ ওনাকে লাঠিপেটা করে বুঝিয়ে দেবে যে চাকরি না দিলে এই দেশ কোনও ভাবেই এগোতে পারবে না। ৪৫ বছরের সর্বাধিক বেকারত্ব আমরা দেখতে পাচ্ছি এখন দেশে। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ, বা প্রধানমন্ত্রী, এমনকী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মুখেও একবারও এই নিয়ে কোনও কথা শোনা যায়নি।’ রাহুলের দাবি, বেকারত্বই নরেন্দ্র মোদীর রাজনীতিকে আসল অক্সিজেন জোগান দিচ্ছে।