প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কোনো শব্দ মুছে ফেলার ঘটনা একেবারেই নজিরবিহীন। যা আগে কখনো দেখা যায়নি, এবার সেটাই লক্ষ্য করা গেল সংসদে। নরেন্দ্র মোদীর সংসদে ভাষণ থেকে মুছে ফেলা হল একটি ভুয়ো তথ্য। জাতীয় জনসংখ্যাপঞ্জী নিয়ে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যবহৃত একটি শব্দ মোছা হল। প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কোনও শব্দ মুছে ফেলার ঘটনা একেবারেই বিরল।
২০১৮ সালে বিকে হরিপ্রসাদকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য মুছে ফেলা হয়। তাঁর নামের আদ্যাক্ষর সম্পর্কে মন্তব্য করেন তিনি, যা অসম্মানজনক। সংসদে, অসংসদীয় শব্দ ব্যবহারের অনেক অভিযোগ রয়েছে। প্রত্যেক বছর, নতুন নতুন শব্দ সেই তালিকায় যোগ হয়। সম্প্রতি, পাপ্পু, শ্যালক, জামাই, শব্দগুলি সেই তালিকায় যোগ হয়।
এর আগে অসংসদীয় শব্দ ছিল গডসে বা নাথুরাম গড়সে। ২০১৫ সালে তৎকালীন অধ্যক্ষ সুমিত্রা মহাজন অসংসদীয় শব্দের তালিকা থেকে সেটি বাদ দেন। গান্ধী নিয়ে বিজেপি ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধে এই শব্দটি ব্যবহৃত হয়। গডসেকে যাঁরা সম্মান দেন, তাঁদের প্রতি নরম মনোভাব পোষণ করার অভিযোগ রয়েছে শাসকদলের বিরুদ্ধে, যেমনটা প্রজ্ঞা ঠাকুর। তাই এক্ষেত্রে নিজেদের দোষ ঢাকতেই বিজেপি এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি ছিল বিরোধীদের।