সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের সময় টেস্ট সিরিজেই ডান হাতের কনুইয়ে সমস্যা হচ্ছিল আর্চারের। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে যে কারণে খেলতে পারেননি তিনি। চতুর্থ টেস্টের দিন সকালে ট্রেনিংয়ের সময় চোটের বহর বেড়ে যাওয়ায় তিনি ফের ছিটকে যান। কনুইয়ের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। শুধু তাই নয়, আইপিএলের আগে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরেও দেখা যাবে না ক্যারিবিয়ান জাত পেসারকে।
শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি আইপিএলে আর্চারের খেলতে না পারা নিয়ে নানা জল্পনা চলছে। গত দু’মরশুমে ক্যারিবিয়ান জাত পেসার ভারতের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ সফল। রাজস্থান রয়্যালসের বোলিংকে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন। বিশেষ করে ডেথ বোলিংয়ে স্পেশালিস্ট হয়ে উঠেছেন তিনি। রাজস্থানের হয়ে ভালো খেলেই নজরে এসেছিলেন আর্চার। বিশ্বকাপের আগে যে কারণে ইংল্যান্ডের সম্ভাব্য টিমে ডাকও পেয়ে যান। সেখান থেকে মূল দলে।
আর্চারের ছিটকে যাওয়ায় বেশ চাপে ফেলে দিয়েছে রাজস্থানের টিম ম্যানেজমেন্টকে। টুইটারে টিমের তরফে সরকারি ভাবে লেখাও হয়েছে, ‘আমরা আর্চারের দ্রুত সুস্থতার জন্য ইসিবির সঙ্গে সমস্ত রকম সাহায্য করছি। একই সঙ্গে এখনও এই আশায় আছি আমরা, আইপিএলের সময় ওকে ঠিক টিমের হয়ে খেলতে দেখা যাবে।’ আর্চারকে শেষ পর্যন্ত না পাওয়া গেলে শন অ্যাবট, আলজারি জোসেফ, মুস্তাফিজুর রহমানদের মতো নিলামে বিক্রি না হওয়া কোনও পেসারকে নিতে পারে রাজস্থান।
প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে আর্চার সরে যাওয়ার পর তাঁকে ঘিরে আশঙ্কা বেড়েছিল। এ দিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁর স্ক্যান রিপোর্ট পাওয়ার পর এক বিবৃতিতে জানিয়েছে, আর্চারের লো-গ্রেড স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। বলা হয়েছে, ‘আর্চারের চোটের যা হাল, তাতে ও শ্রীলঙ্কা সফরে টিমের সঙ্গে যেতে পারবে না। সেই সঙ্গে আইপিএলেও খেলতে পারবে না। ইসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আর্চার আপাতত রিহ্যাবে থাকবেন। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ক্রিকেটে ফিরবেন।’আর্চারের চোট নিয়ে যখন নানা কথা চলছে, তখন পেস বোলার নিজেই টুইটারে লিখেছেন, ‘আমি খুব তাড়াতাড়ি ফিরব।’