দিল্লী বিধানসভা নির্বাচনের দিনদুয়েক বাকি থাকতেই রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিবসেনার সন্দেহ, বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে পেরে উঠবে না বুঝতে পেরেই এই তুরুপের তাস আস্তিন থেকে বের করেছেন মোদী-শাহ। কেন্দ্রের এই ঘোষণার পরের দিনই নিজেদের মুখপাত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে একথা লিখেছে শিবসেনা।
আগামীকাল দিল্লীর মানুষ ভোট দিতে চলেছেন। সেখানেই ঠিক হবে আগামী ৫ বছর কোন দল রাজধানী শাসন করবে। কেন্দ্রে ক্ষমতায় থাকলেও দিল্লীর মসনদ এখনও বিজেপি দখল করে উঠতে পারেনি। আর গত পাঁচ বছরে বেশ কিছু জনকল্যাণমুখী পদক্ষেপের জেরে দিল্লীর জনগণের মনে ভালোভাবেই থাবা বসিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো। ফলে দিল্লী ভোটের আগে সেই কেজরি বিজেপিকে বেশ বেগ দিচ্ছেন। আর সেই বেগের সঙ্গে টেক্কা দিতে ফের একবার রামের স্মরণ নিতে হয়েছে গেরুয়া শিবিরকে। সামনা-য় এমন আশঙ্কাই প্রকাশ করেছে শিবসেনা।
বিজেপি একদা শরিক শিবসেনার পাশাপাশি কংগ্রেস, এআইএমআইএমও রামমন্দির ট্রাস্ট ঘোষণার সময়কাল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সামনা-য় খোঁচা দেওয়ার সুরে শিবসেনা বলেছে, ভগবান রামের সাহায্যে দু-চারটে বেশি আসন এলে ক্ষতি কী, স্বাগত। রামমন্দির ইস্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করার অভিযোগেও বিজেপিকে দুষেছে শিবসেনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরাসরি অভিযোগ, রামমন্দিরকে ভোটের কাজে লাগাচ্ছে বিজেপি। আগামী লোকসভার সময়ও একে ব্যবহার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।