মোদী সরকারের আমলে দেশজুড়ে বেড়েছে গণপিটুনির হার৷ এই নিয়ে এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়-অপর্ণা সেন সহ দেশের তাবড় বুদ্ধিজীবীরা৷ তাতেও খুব একটা হেলদোল ঘটেনি৷ গো-রক্ষার নামে হোক বা অন্য কারণে, উত্তরোত্তর বেড়েছে গণপিটুনির ঘটনা। সম্প্রতি মধ্যপ্রদেশে এমন ঘটনায় একজন মারা গিয়েছে৷ আর এবারও এর মূলে রয়েছে সেই বিজেপিই। মধ্যপ্রদেশের ধাড় জেলার বোরলাই গ্রামে গণপ্রহারে প্ররোচনা দেওয়ার অভিযোগে রমেশ জুনাপানি নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন।
এই বিষয়ে পুলিশের বক্তব্য, উন্মত্ত জনতাকে বোঝানো হয় যে এলাকায় শিশুচোরদের দৌরাত্ম্য বাড়ছে, এবং এই জনতাদের নেতৃত্ব দেন বিজেপি নেতা রমেশ জুনাপানি। পুলিশ আরও জানায়, উজ্জয়িনী এবং ইন্দোর জেলা থেকে আসা ওই ছয় কৃষককে মারধর করার অভিযোগে বিজেপির আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গণপ্রহারের শিকার ওই ছয় কৃষক খিড়কিয়া গ্রামে যান কয়েকজন মজুরের কাছ থেকে অগ্রিম বেতন বাবদ দেওয়া আড়াই লক্ষ টাকার কিছু অংশ উদ্ধার করতে। তাঁদের দাবি, অগ্রিম টাকা পাওয়া সত্ত্বেও কাজে আসেননি ক্ষেতমজুররা। সেই হিসেবে ওই কৃষকদের পাওনা ছিল আন্দাজ দেড় লক্ষ টাকা। স্থানীয় মানাওয়ার থানার ওসি সমেত পাঁচজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে, এবং একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে।