জামিয়া মিলিয়া-শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভস্থলে গুলি চলেছিল আগেই। এবার দিল্লী ভোটের ঠিক আগের দিন ফের নিশানায় সিএএ বিরোধী বিক্ষোভস্থল। শুক্রবার জাফরাবাদের সিএএ বিরোধী বিক্ষোভস্থলে মোটর বাইকে এসে গুলি চালাল দুই আততায়ী।
এই ঘটনায় কারও প্রাণহানী না হলেও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সিএএ বিরোধিতায় আঘাত হানতেই এই গুলি চালানোর ঘটনা বলে দাবি আন্দোলনকারীদের। যদি এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লী পুলিশ। তাঁদের দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে সিএএ ইস্যুর কোনও যোগ নেই বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
এদিকে গত সপ্তাহে দিল্লীর শাহিনবাগে গুলি চালানো কপিল গুজ্জরের সঙ্গে আম আদমি পার্টির কোনও যোগ নেই বলে জানিয়ে দিয়েছে তাঁর পরিবার। এক সময় বিএসপি করলেও বর্তমানে বিজেপির সঙ্গেই তাঁর যোগাযোগ আছে বলে দাবি করেছেন কপিল গুজ্জরের বাবা।