পথদুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়া জেলার পুঞ্চা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দুলাল দত্তের। ঘটনায় এলাকায় এবং দলের অভ্যন্তরে নেমে এসেছে শোকের ছায়া। দুলালবাবু ছিলেন পুঞ্চা ব্লকের ধাদকির বাসিন্দা এবং দীর্ঘদিনের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুঞ্চা থেকে বাইক চালিয়ে ধাদকির বাড়ি ফেরার পথে লৌলাড়া সাব স্টেশনের নিকটবর্তী খুকামূলের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সঙ্গী বাইক আরোহী সুনীল মাহাতোও দুর্ঘটনায় আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, বাইক নিয়ে একটি ছোট এসইউভি গাড়িকে ওভারটেক করতে গিয়েই একটি লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
এদিন দুলালবাবুর মৃত্যুতে শোকগ্রস্ত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘দুলাল দত্তের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল। দুলালবাবু ছিলেন দলের দীর্ঘদিনের একনিষ্ঠ সৈনিক এবং প্রকৃত নেতা।’ আজ দুলালবাবুর মৃতদেহ ময়না তদন্তের পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলের নেতা-কর্মীরা। পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পুঞ্চার গ্রামের বাড়িতে।
দুলালবাবু দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী। বিগত দিনে সামলেছেন পুঞ্চা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ। বর্তমানে ছিলেন অঞ্চল সভাপতি পদে। শুক্রবার সকাল থেকেই পুরুলিয়া সদর হাসপাতালে ছিল এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্তের শোকগ্রস্ত তৃণমূল কর্মীদের ভিড়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় পঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো পঞ্চা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি চরণ দাস-সহ আরও বহু তৃণমূল কর্মী-সমর্থকরা এদিন দুপুর বারোটার সময় পুরুলিয়া সদর হাসপাতাল থেকে দুলাল দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয় দলের জেলা দলীয় কার্যালয়ে। সেখানে প্রয়াত সহকর্মীকে মাল্যদান করে শেষশ্রদ্ধা জানান দলের নেতা-কর্মীরা।