আগামীকালই দিল্লী বিধানসভা নির্বাচন। আর এই ভোটকে সামনে রেখেই তড়িঘড়ি রামজন্মভূমি ট্রাস্ট তৈরি করে ফেলেছে কেন্দ্রের মোদী সরকার। এমনটাই অভিযোগ বিরোধীদের। এদিকে সরকারের বক্তব্য, খুব শীঘ্রই রাম মন্দিরের কাজ শুরু হবে। সূত্রের খবর, আগামী রাম নবমীর দিনই রাম মন্দিরের কাজ শুরু হবে। অর্থাৎ ২ এপ্রিল শুরু হতে পারে শিলান্যাস। আর সেই শিলান্যাসের শুভ মুহূর্তে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশ-বিদেশের বহু সাধুসন্তদের আমন্ত্রণ জানানো নিয়েও আলোচনা শুরু হবে। মন্দির নির্মাণ একবার শুরু হলে কয়েকদিনের জন্য রাম লালাকে সরানো হতে পারে। গত বুধবার রাম জন্মভূমি ট্রাস্ট তৈরি করেছে মোদী সরকার। খুব তাড়াতাড়ি ট্রাস্টও কাজ শুরু করে দেবে বলে খবর। কাজ শুরুর আগেই চাঁদা স্বরূপ এক টাকা দান করেছে মোদী সরকার। কিভাবে রাম মন্দিরের শিলান্যাসের কাজ শুরু হবে, তা নিয়েও বেশ চিন্তিত মোদী।
এদিকে গত সপ্তাহেই বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার। সেই বাজেটেও দেশের অর্থনৈতিক সংকট দূরীকরণে কোনও কঠোর পদক্ষেপই নেয়নি কেন্দ্র। বরং বাজেটে যেসব অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের। দেশে চাকরি নেই। মানুষের কাছে টাকা। দেশের আর্থিক বৃদ্ধি থমকে গিয়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতির হাল কীভাবে ফেরানো যায়, সেদিকে না তাকিয়ে রাম মন্দির নিয়ে মেতে আছেন দেশের প্রধানমন্ত্রী। যার ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধীরা।