উত্তরপ্রদেশের লখনউয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চনকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে হজরতগঞ্জ এলাকায়। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন রঞ্জিত বচ্চনের ভাই। এরপর তদন্তে নামে পুলিশ৷ উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য৷ অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন খুনের নেপথ্যে কি রয়েছেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী? খুনের ঘটনায় তাঁর স্ত্রী-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ৷
লখনউ পুলিশ কমিশনার সুজিত পান্ডে বৃহস্পতিবার জানান, এই খুনের ঘটনায় রঞ্জিত বচ্চনের দ্বিতীয় স্ত্রী স্মৃতি শ্রীবাস্তব, তার প্রেমিক দীপেন্দ্র ও গাড়ির চালক সঞ্জিত গৌতমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, বারেবারে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বচ্চন৷ সেই প্রণয়ের টানাপোড়েনই কি তাঁর জীবনে কাল হল? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা৷
পুলিশ আরও জানায়, বচ্চনের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল৷ শ্রীবাস্তবের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৫ সালের ১৮ জানুয়ারি৷ অভিযোগ, আগের বিয়ের কথা না জানিয়েই তিনি বিয়ে করেন শ্রীবাস্তবকে৷ রঞ্জিত বচ্চনের প্রথম বিয়ে ও অন্যান্য সম্পর্কের কথা জানার পর শ্রীবাস্তব আলাদা থাকতে শুরু করেন৷ এরপর শ্রীবাস্তবের জীবনে আসেন দীপেন্দ্র৷ সম্প্রতি তাঁরা বিয়ের কথা ভাবছিলেন৷ পুলিশ কমিশনার বলেন, ১৭ জানুয়ারি বচ্চন শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে যান৷ তিনি ১৮ তারিখ বিয়ের বর্ষপূর্তি উদযাপন করতে তাঁকে চাপ দেন৷ রাজি হননি তাঁর স্ত্রী৷ বচ্চন তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ৷
পুলিশ জানিয়েছে, শ্রীবাস্তব এরপর তাঁর প্রেমিকের সঙ্গে বচ্চমকে মারার ছক করেন৷ দীপেন্দ্রর গাড়ির চালক সঞ্জিত গৌতমকে খুনের কাজে লাগান৷ তিনি ১ তারিখ থেকে বচ্চনের ওপর নজর রাখেন৷ তারপর ২ তারিখ রঞ্জিত প্রাতর্ভ্রমণে বেরোলে তাঁকে গুলি করেন৷ গোরক্ষপুরের বাসিন্দা রঞ্জিত বচ্চন এলাকায় কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। এলাকায় বেশ প্রভাব ছিল তাঁর। ভোরবেলা হজরতগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় সবাই হতচকিত হয়ে যান। হিন্দু মহাসভার নেতা খুন হওয়ার পরেই বিক্ষোভ শুরু করে সংগঠনের কর্মীরা। এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ কমিশনার জানান, তদন্তের সময় সম্ভাব্য সবরকম কারণই খতিয়ে দেখা হয়। এমনকী খুনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কি না, তা-ও দেখা হয়েছে। পুলিশকর্তার কথায়, আর্থিক কারণে বা সম্পত্তি নিয়ে বিবাদে যে খুন করা হয়নি, সে বিষয়ে আমরা নিশ্চিত। এমনকী সন্ত্রাসবাদী যোগও মেলেনি। তখনই স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের বিষয়টি সামনে আসে। রঞ্জিতকে গুলি করতে শ্যুটার জিতেন্দ্রকে ভাড়া করা হয় বলে পুলিশ জানিয়েছে।