আজ, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ সোদপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘কুইন অফ ক্যাবারে’ আরতি দাস। শুধু সাতের দশক নয়, এখনও যিনি একডাকে সবার কাছে ‘মিস শেফালি’ বলেই পরিচিত। তাঁর পায়ের ছন্দ, শরীরী বিভঙ্গে এক সময় কথা বলত সাহেবি পার্কস্ট্রিট।
তাঁর অনুরাগী তালিকায় রয়েছে সত্যজিৎ রায়, উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, অমিতাভ বচ্চনদের বড় বড় মতো নাম। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে সেই মিস শেফালি মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ। তাঁর অকাল প্রয়াণে গভীর শোকবার্তা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা, অভিনেত্রী আরতি দাসের মৃত্যুতে আমি শোকাহত। যাকে লোকে মিস শেফালি নামেই চিনত। উনি সত্যজিৎ রায়ের দুটি সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’ ও ‘সীমাবদ্ধ’তে অভিনয় করেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ উল্লেখ্য, আরতি দাসের মৃত্যুর কারণ হিসাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। কয়েক দিন আগেই বাড়ি ফেরেন তিনি। তারপরেই এদিন ভোর ছটা নাগাদ মৃত্যু হয় তাঁর।