এদিন লোকসভায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করতে গিয়ে মোদী সরকারকে চরমভাবে তুলোধনা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাজেটকে ‘বেচো ইন্ডিয়া’ তকমা দিয়েছেন তিনি। অভিষেক বলেন, ‘এই বাজেটে এলআইসি-কে বেচে দিয়েছে কেন্দ্রীয় সরকার।’ এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, এলআইসি বিক্রির কথা কী জানত সংসদ? এলআইসি-র কর্মীরা জানতেন? দেশবাসী জানত? তিনি বলেন, মোদী সরকার দেশভক্তি নিয়ে কথা বলে। যদি সত্যিই দেশভক্ত হয়, তাহলে অবিলম্বে এলআইসি-র বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করুক। তিনি বলেন, এলআইসি-র বেসরকারিকরণের বিরোধিতা করাই তাঁর কাছে আসল দেশভক্তি।
বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করে অভিষেক প্রশ্ন তোলেন, সবই তো বেচে দিচ্ছে কেন্দ্র। কিন্তু রাজভবন নিয়ে কী ভাবছে। রাজ্যের রাজভবনগুলি তো এখন বিজেপি-র বর্ধিত কার্যালয়। অবসরপ্রাপ্ত বিজেপি নেতাদের সেখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এই মন্তব্যের পরেই বিজেপি বেঞ্চ থেকে অভিষেকের মন্তব্যের বিরোধিতা করা হয়।
সঙ্গে সঙ্গেই বক্তব্য থামিয়ে অভিষেক বলেন, ‘আপনারা চাইলে এখুনি এই বিষয় নিয়ে ১০ঘণ্টা বাগযুদ্ধ করতে পারি। দেখব কার গলায় কত জোর আছে।’ এরপরেই অভিষেক বলেন, ‘সবাইকে সমান ভেবে আক্রমণ করতে যাবেন না। আপনাদেরই সমস্যা হবে”। আপাত শান্ত, ভদ্র অভিষেকের এই আক্রমণাক্ত মূর্তি দেখে মূহূর্তে গুটিয়ে যায় গেরুয়া শিবির। এরপরে মোদী সরকারকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ‘দেশকে মায়ের ভালবাসলে, তাঁকে বাজারে এনে কেউ নিলাম করতে পারে না। মোদী সরকার দেশভক্তির নামে ফায়দা লুটছে।’