জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমেই বেড়ে চলেছে এদিকে প্রধানমন্ত্রীর নতুন আইন প্রণয়নের জল গড়িয়ে পৌঁছে গেল দক্ষিণ ভারতেও।প্রত্যেকের মাথার ওপরে ছাদ সুনিশ্চিত করতে প্রতি পরিবার পিছু একটির বেশি বাড়ি কেনা নিষিদ্ধ করার প্রস্তাব দিল মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি আবদুল কুধোস মত অনুযায়ী একটি পরিবারের দখলেই যদি একাধিক বাড়ি থাকে, তাহলে কী ভাবে সবার জন্য আশ্রয় নিশ্চিত করা সম্ভব, সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এই বিষয়ে সরকারের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বিচারপতি বলেন, ‘একজন ব্যক্তি বা একটি পরিবারকে একাধিক বাড়ি, জমি বা ফ্ল্যাট কেনার উৎসাহ না জোগানো উচিত সরকারের। এক ব্যক্তি একাধিক বাড়ি কিনলে আরো একশো শতাংশ অতিরিক্ত বিধিবদ্ধ শুল্ক নেওয়া উচিত। যেমন বিদ্যুত বা জলের বিল। একজন ব্যক্তির নামে একাধিক সম্পত্তি থাকলে বহু মানুষ নিরাশ্রয় থেকে যাবেন।’ অনাবাসী ভারতীয়দেরও এ দেশে সম্পত্তি ক্রয়ের বিষয়ে নিরুত্সাহিত করা উচিত বলে মন্তব্য করেছে আদালত।
এই পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, ‘লক্ষ লক্ষ মানুষ খোলা ভারতের সব ধর্মীয় স্থানে,রেল প্ল্যাটফর্মে, রাস্তায়, ফুটপাতে, সিমেন্টের পাইপের ভেতরে বা গাছের নীচে বাস করছেন। এদের না কোনও সঠিক পরিচয়, না কোনও স্থায়ী ঠিকানা আর না আছে কোনো প্রকার সরকারি সুযোগ-সুবিধে , নেই কোনও নিরাপত্তা। একজন ব্যক্তিই একাধিক সম্পত্তি অধিকার করে থাকলে
সবার মাথার ওপর ছাদ দেওয়া সম্ভব কীভাবে ?’