গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল। আর তারপরই সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হল। দেশের জন্য যা করতে পেরেছি, তাতে আমি খুশি।’ এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন যশস্বী। তিনটি হাফসেঞ্চুরি আর একটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচের নায়ক এও বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছি, এই ঘটনা কোনও দিন ভুলতে পারব না। নিজের অনুভূতি কথায় প্রকাশ করতে পারছি না।’
তিনি জানেন, এটাই শেষ নয়। বরং তাঁর ক্রিকেট যাত্রার এই সবে শুরু। যেতে হবে অনেক দূর। যশস্বীর কথায়, ‘এ তো সবে শুরু। আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে।’ পাকিস্তানের বিরুদ্ধে কী কৌশল নিয়ে ব্যাট করছিলেন? এই প্রশ্নের জবাবে যশস্বী বলেন, ‘আমি আর সাক্সেনা ঠিক করে নিয়েছিলাম, উইকেটে থাকতে হবে। তবে ওরা কিন্তু প্রথম দিকে বেশ ভাল বল করছিল। তাই আমাদের সতর্ক থাকতে হয়েছে।’