৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একদমই অপ্রত্যাশিত ভাবে লিগ টেবিলের সাত নম্বরে চলে গিয়েছে ইস্টবেঙ্গল। আই লিগে একদমই ফর্মের ধারেকাছে দেখা যাচ্ছে না কোলাডো-ডিকাদের। আগের কোচ আলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়া পদত্যাগ করার পরে গত শনিবার কলকাতায় এসেছেন নতুন কোচ মারিও রিভেরা। কিন্তু তার পরেও ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
তাই দলের ব্যর্থতা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার নিউটাউনে ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থার দফতরে আলোচনায় বসেছিলেন লাল-হলুদ শিবিরের কর্তারা। সেখানে কোচ মারিও ও তাঁর সহকারীদের সঙ্গে ঘণ্টা দু’য়েক একান্তে বৈঠক করেন তাঁরা। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিশদে মুখ খোলেননি ইস্টবেঙ্গলের নবাগত কোচ। তবে জানিয়ে যান, ‘দল নিয়ে আলোচনা হয়েছে। তবে সেগুলি সংবাদমাধ্যমের সামনে আনতে চাই না।’
আর বৈঠকের পরে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা বললেন, ‘দল নিয়ে আমাদের বক্তব্য কোচকে জানিয়েছি। কোচ তা গুরুত্ব দিয়ে শুনেছেন। এ বার তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।’ কোনও ফুটবলার পরিবর্তন করা হবে কি না তা জানতে চাওয়া হলে তিনি যোগ করেন, ‘বিষয়টি কোচ দেখবেন। আমাদের কাছে কোনও ভাল ফুটবলারের সন্ধান থাকলে তা জানাতে বলেছেন।’ তবে ক্লাব সূত্রে খবর, এখনই কোনও ফুটবলার বদল হচ্ছে না।