আগামী শনিবার, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি দিল্লীতে বিধানসভা ভোট। কিন্তু এখনও পর্যন্ত দিল্লীর মুখ্যমন্ত্রীর পদে কাকে মুখ করে ভোটের ময়দানে যুদ্ধে নামবে বিজেপি, সেই সিদ্ধান্তে এখনও আসতে পারেনি গেরুয়া শিবির। দিল্লীর নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদল আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস কিংবা বিজেপি ভোটযুদ্ধে নেমে পড়েছে।
তবে অরবিন্দ কেজরিওয়াল বারবার প্রশ্ন তুলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? অর্থাৎ বিধানসভা নির্বাচনে যদি বিজেপি ভোটে জেতে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নই নির্বাচনের আগে চরম অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। এবার এই প্রসঙ্গে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসলেন দিল্লীর বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, ‘টাইমস নাও’-এর সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, রাজধানীর বিধানসভা নির্বাচনে আপের দখলে যেতে চলেছে ৫৪-৬০ টি আসন, আর বিজেপির কপালে জুটবে ১০-১২টি। ভোট শতাংশ অনুযায়ী, আপ ৫২ শতাংশ ভোট পাচ্ছে, সেই তুলনায় বিজেপি পাচ্ছে ৩৪ শতাংশ ভোট। তবে আপাত নিরিখে আপের জয় হলেও গত বিধানসভা নির্বাচনের নিরিখে আপের ভোট শতাংশ কমছে এবং বিজেপির বাড়ছে ১.৭ শতাংশ ভোট বাড়ছে বলেই মনে করছে সমীক্ষা।
এদিন কেজরিওয়াল বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, আগামীকাল দুপুর ১ টার মধ্যে বিজেপি মুখ্যমন্ত্রী পদের জন্য প্রার্থী ঘোষণা করুক। যদি বিজেপি সেটা করতে পারে তাহলে তিনি তাঁর সঙ্গে খোলাখুলি তর্ক করতে রাজি। কেজরিওয়াল আরও জানান, যদি বিজেপি আগামীকালের মধ্যে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করতে না পারে তাহলে তিনি সাংবাদিক বৈঠক করে নিজের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। কেজরি জানান, গোটা দিল্লীর মানুষ অপেক্ষা করছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে, সেটা জানার জন্য। কিন্তু বিজেপি সেটা ঘোষণাই করতে পারছে না।