গতবছর ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিন শীতের সকালেই ঘটে গিয়েছিল ভূস্বর্গে নারকীয় হত্যাকাণ্ড। জঙ্গীদের বিস্ফোরক বোঝাই গাড়ি সজোরে ধাক্কা মারে সেনা কনভয়ে। ভয়াবহ সেই বিস্ফোরণে ঝরে গিয়েছিল ৪০ জন ভারতীয় সেনা জওয়ানের প্রাণ। প্রায় এক বছর হতে চলল সেই ঘটনার। এরই মাঝে দেশের সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পুলওয়ামা কাণ্ডে শহিদ এক জওয়ানের স্ত্রী। তাঁর অভিযোগ, সেই ঘটনার পর সরকার শুধুই আশ্বাস দিয়েছে, কিন্তু তা আজও পূরণ করেনি। এদিকে অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধ হয়েছে সন্তানদের।
সরকারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন, পুলওয়ামা হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান কৌশল কুমার রাওয়াতের স্ত্রী। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ওই অভিশপ্ত গাড়িতেই সওয়ার ছিলেন আগ্রার কৌশল কুমার। ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ছেলের মৃত্যুর পর শোকে পাথর হয়ে যান তাঁর মা সুধা যাদব। চোখের জল নিয়ে আজও প্রশাসনের দোরে দোরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবুও আসেনি কোনও সাহায্য। অথচ সেদিনের ঘটনার পর রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সাহায্যের আশ্বাস দিয়েছিল সবাই। লাফিয়ে লাফিয়ে উঠেছিল লক্ষ লক্ষ টাকা সাহায্যের আশ্বাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেসব ভুলেছে সবাই।
একইসঙ্গে কৌশলের স্ত্রী মমতা জানান, আগ্রা ছেড়ে আমরা এখন গুরুগ্রামের মানেসরে চলে এসেছি। সরকার আজও আমাদের দিকে ফিরে তাকায়নি। সরকারি দফতরে নিয়ম করে যাই। দিনের পর দিন পিছিয়ে চলেছে তারিখ। সরকারি দফতরের গাফিলতি সীমা ছাড়িয়ে গিয়েছে। আরও স্পষ্ট ভাবে অভিযোগ তুলে মমতা বলেন, ওই ঘটনার পর যোগী সরকার ২৫ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু আজও এক টাকার মুখ দেখতে পাইনি আমরা। সরকারি আধিকারিকরা আমাদের টাকা আটকে রেখেছে।