আগামী শনিবার দিল্লী বিধানসভা নির্বাচন। হাতে মাত্র চারদিন বাকি। তাই এবার কোমর বেঁধে ময়দানে নামলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ইদানীং জাতীয় রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে দিল্লী। অথচ রাহুল সেইদিকে কিছুটা নিষ্প্রভই ছিলেন। তবে এবার বিজেপিকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ করলেন তিনি। রাহুলের দাবি, ‘এই বিজেপি যুবসমাজকে চাকরি দিতে পারবে না।’ একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার বিলগ্নিকরণের জন্যও একহাত নেন।
কেন্দ্রীয় সরকার বেশিরভাগ প্রকল্প আদানিদের হাতেই তুলে দিচ্ছে বলে অভিযোগ রাহুলের। যদি সেই প্রকল্পগুলির তালিকা তৈরি করা হয় তবে ৪৫ মিনিটের বেশি সময় লেগে যাবে বলে মনে করেন তিনি। রাহুল বলেছেন, ‘আদানি এবং আম্বানি, নাম দু’টো মনে রাখুন। সরকারটা ওরাই চালাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন।’ প্রধানমন্ত্রী ভাল স্লোগান দিতে পারেন, কিন্তু একটা কারখানা গড়তে পারেন না। এমনও দাবি করেন তিনি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ অন্যান্য সংস্থার বেসরকারিকরণ প্রসঙ্গে রাহুলকে বলতে শোনা যায়, ‘ভয় হয়, প্রধানমন্ত্রী মোদীজি এবার কোনও দিন তাজমহলটাই না বেচে দেন।’
প্রসঙ্গত, এদিনও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট নিয়ে সরব ছিলেন রাহুল। আগের কথার পুনরাবৃত্তি করেই এদিন তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর ভাষণ ছিল ফাঁকা’। বাজেটে যে ঘোষণাগুলি করা হয়েছে তাতে অতি কম সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে তাঁর দাবি। রাহুলের খোঁচা, ‘একটা সাক্ষাৎকারে নির্মলা সীতারমণকে প্রশ্ন করা হয়েছিল যে দেশে কত চাকরি সৃষ্টি করা হয়েছে? উত্তরে উনি বলেন, আমি যদি কোনও সংখ্যার কথা উল্লেখ করি তবে রাহুল গান্ধী আমার পিছনে পড়ে যাবেন ও বলবেন যে আমি নাকি মিথ্যে বলছি। স্পষ্টভাবে উনি চাকরি নিয়ে কথা বলতেই রাজি নন।’ এই বাজেটে কেবল ১৫ জন মানুষ উপকার পাবেন বলে তাঁর দাবি।