এনআরসি-সিএএ নিয়েই যত মাথাব্যথা গেরুয়া শিবিরের। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যে এতটুকুও চিন্তা নেই বিজেপির তা ফের প্রমাণিত। প্রতিনিয়ত বেড়ে চলা পথ দুর্ঘটনা নিয়ে কেন্দ্র একেবারে উদাসীন, এই বহু পুরনো অভিযোগ ফের প্রকাশ্যে। ভারতে প্রতিদিন পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ৪১৭ জন, এই কথা জানাল স্বয়ং কেন্দ্র।
২০১৮ সালে প্রতিদিন গড়ে পথ দুর্ঘটনায় মারা যেতেন ৪১৫ জন। ২০১৯ সালে বৃদ্ধি পেয়েছে সেই সংখ্যা। ওই বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিদিন মারা গিয়েছেন গড়ে ৪১৫ জন। সোমবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা স্বীকার করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাডকরি।
গাডকরি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে, তাতে দেখা যায়, মারা গিয়েছেন ১ লক্ষ ৫১ হাজার জন। যা আগের বারের তুলনায় অনেক বেশি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রক বিশেষ করে খতিয়ে দেখবে, যে রাজ্যগুলিতে সংশোধিত আইন চালু হয়েছে, সেখানে দুর্ঘটনার হার কমেছে কিনা।