আজ দুপুরেই দিল্লীর নির্বাচনী প্রচার থেকে বিরোধীদের উদ্দেশে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। তার কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে মোদীকে পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোদী বলেন, ‘বিরোধীরা আসলে দেশের ক্ষতি করতে চাইছে।’ তারপরেই আসরে নামেন মমতা। নবান্ন থেকে বেরোনোর আগে বলেন, ‘সবাইকে সন্ত্রাসবাদী বলে দিচ্ছে ওঁরা। এটা কোন দেশে হয়, সবাই সন্ত্রাসবাদী, ওঁরা তাহলে কী?’
সেইসঙ্গে নবান্ন থেকে তিনি স্পষ্টতই মোদীকে চ্যালেঞ্জ করে বলেন, ‘আমরা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের মাটিতে থাকি। এখানে বিভাজন চলে না। সবাই সমান। কিন্তু ওরা আসলে দেশকে বিভাজিতই করতে চায়। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ওঁরা বিভেদ করতে পারবে না বাংলায়।’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘বিজেপি মানুষের পাশে নেই, শুধু উস্কানি দিয়েই ফায়দা লোটার চেষ্টা ওঁদের।’