শনিবার দুপুরে কেন্দ্রীয় বাজেট পেশের পরই মোদী সরকারের বাজেটকে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘প্রাচীন এবং গর্বের সরকারি সংস্থাগুলিকে এইভাবে ধ্বংস করার সিদ্ধান্ত দেখে আমি হতবাক এবং স্তম্ভিত। এই সিদ্ধান্তের মানে হল সুরক্ষার বিনাশ। তাহলে কি এটা একটা যুগের অবসান হতে চলেছে?’ এবার তাঁর নির্দেশেই সংসদে বাজেট আলোচনায় মোদী সরকারকে তুলোধোনা করতে চলেছেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে গত ডিসেম্বরে নাগরিকত্ব (সংশোধনী) বিলের আলোচনায় অভিষেকের বক্তৃতা নজর কেড়েছিল। এবার ‘অন্তঃসারশূন্য’ কেন্দ্রীয় বাজেটের খামতিগুলি তুলে ধরে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করবেন তিনি।
এদিকে, রাষ্ট্রপতির ভাষণে ৬টি সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল। গত ২২ বছরে এবারই প্রথম এমন প্রস্তাব এনেছে তারা। সংসদের দুই কক্ষেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক আলোচনায় সংশোধনী প্রস্তাবের নোটিস জমা দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হবে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা। ৩ দিন আলোচনার পর বুধবার বিকেল ৫টায় লোকসভায় এ বিষয়ে বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার তৃণমূলের এক প্রবীণ সাংসদ জানিয়েছেন, ১৯৯৮ সালে দল গঠনের পর থেকে আজ পর্যন্ত কখনও রাষ্ট্রপতির ভাষণে সংশোধনী চায়নি তৃণমূল। এবারই প্রথম দুই কক্ষে প্রস্তাবের নোটিস জমা দেওয়া হয়েছে। রাজ্যসভায় সংশোধনী প্রস্তাব পেশ করবেন দলের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। একইভাবে লোকসভাতেও সংশোধনী প্রস্তাবের নোটিস জমা দিয়েছে তৃণমূল। বলবেন সৌগত রায় ও মহুয়া মৈত্র।
সূত্রের খবর, সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের একেবারে শেষে ৬টি বিষয় যোগ করা উচিত। প্রথম প্রস্তাবে বলা হয়েছে, ‘কিন্তু দুঃখের বিষয় হল, এই ভাষণ সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর সাধারণ মানুষের কষ্ট ও দুশ্চিন্তা দূর করতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে দেশ জুড়ে এনআরসি এবং এনপিআর নিয়ে সাধারণ মানুষের ভয় দূর করতেও ব্যর্থ হয়েছে এই ভাষণ।’
পরের প্রস্তাবগুলিতে পড়ুয়া–সহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশি অত্যাচার, গুলি চালানো, অর্থনীতির শ্লথগতি, জিডিপি–র অধোগতি, ক্ষুধা সূচক, মন্ত্রী ও সাংসদদের বিদ্বেষমূলক ভাষণ এবং জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদদের অনৈতিকভাবে আটক করে রাখার বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।