মোদী সরকারের সিএএ-এনআরসির বিরুদ্ধে এবার আওয়াজ তুলল মহারাষ্ট্রের একটি ছোট্ট গ্রাম। অহমেদনগরের অদূরে ইসলাক নামের এক গ্রাম। এখানকার জনসংখ্যা মাত্র ২ হাজার তবে এই গ্রামের একজন বাসিন্দাও মুসলিম নন। ২৬ জানুয়ারি গ্রাম পঞ্চায়েতের সভায় এই সংকল্প গ্রহণ করেন গ্রামবাসীরা। সিদ্ধান্তে খসড়ায় সই করেন পঞ্চায়েত প্রধান এবং সহ পঞ্চায়েত প্রধান। এই সিদ্ধান্তের একটি কপি পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছেও।
এই প্রথম দেশের কোন গ্রাম সিএএ, এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে সর্বসম্মতভাবে অসহযোগিতার সিদ্ধান্ত নিল। এই গ্রামের প্রত্যেক বাসিন্দাই কৃষক। কোনও জাত-ধর্মের ভিত্তিতে নয়, এই সংকল্প গ্রহণ করা হয়েছে মানবিকতার খাতিরে।
পঞ্চায়েত প্রধান ৩৮ বছর বয়সী বাবাসাহেব গোরাঙ্গে জানিয়েছেন, “বাসিন্দাদের অনেকেরই নিজের কোনও জমি নেই। এমনকি তাঁদের কাছে কোনও বৈধ নথিও নেই। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, ‘বেশিরভাগই কয়েক পুরুষ ধরে এই গ্রামে বাস করছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁদের মধ্যে অনেকের কাছেই কোনও জমি নেই অথবা নথি নেই নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্যে”।