বরাদ্দ কমল প্রধানমন্ত্রী কিষাণ যোজনায়। গতবারের বাজেটে যেখানে এই যোজনায় বরাদ্দ করা হয়েছিল প্রায় ৭৫ হাজার কোটি টাকা, সেখানে শনিবারের বাজেটে বরাদ্দ কমিয়ে করা হল প্রায ৫৪ হাজার ৩৭০ কোটি টাকা। এর ফলে ক্ষতিগ্রস্ত হলেন প্রায় ৫০ লক্ষ কৃষক।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের আওতায় বছরে ৬ হাজার টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে অনুদান হিসেবে দেওয়া হয়। গতবছর বাজেটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। কিন্তু বরাদ্দ অর্থ কমিয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়লেন অনেক কৃষক। প্রায় ৫০ লক্ষের মতো কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হলেন। আগে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় প্রায় ১৪ কোটি ৫০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ’হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হত। বরাদ্দ অর্থ কমিয়ে দেওয়ার ফলে এখন দেশের ১৪ কোটি কৃষক এই সুবিধা পাবেন।
শনিবারের বাজেটের দিকে তাকিয়ে ছিলেন কৃষকেরা। দেশে কৃষক মৃত্যুর হার দিনে দিনে বাড়ছে। বহুদিন ধরেই সরকারি সাহায্যের দাবি করে আসছেন তাঁরা। বাজেট পেশ করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু সরকারি সাহায্যের কৃষকদের সঙ্গে তঞ্চকতাই করল মোদি সরকার, দাবি রাজনৈতিক মহলের।