নির্বাচনের আগে ফের বিপাকে বিজেপি। শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার মত গুরুতর অভিযোগের তীর উঠল বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের ছেলে সৌম্য সৃজন দাশগুপ্তের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন দিল্লীর সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনীরা।
১ ফেব্রুয়ারি সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনীদের মধ্যে একজন তাদের গ্রুপে এই নিয়ে পোস্ট করে জানান, দিল্লী কলেজে পড়ার সময়ে ওই মহিলার শ্লীলতাহানি করেছিলেন সৌম্য। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
প্রাক্তনীদের গ্রুপে ওই মহিলা লিখেছিলেন কলেজের প্রথম বছরেই সৌম্য তাঁর শ্লীলতাহানি করেছিল। পরে তিনি জানতে পেরেছিলেন শুধু তিনি একাই নন। তাঁর কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন আরও চারজন। তাঁদের দাবি, কেবলমাত্র কলেজে পড়ার সময়েই নয় কর্মজীবনেও একই কাজ করছেন সৌম্য।
দিনকয়েক আগে বিশ্বভারতীতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়াকে কেন্দ্র করে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন স্বপন দাশগুপ্ত। বিশ্ববিদ্যালয় চত্বরে উপাচার্যের সঙ্গে আটকে ছিলেন অনেকক্ষণ। আর তারপরে তাঁর ছেলের বিরুদ্ধে এই ধরণের গুরুতর অভিযোগ ওঠার ফলে আবারও শিরোনামে এলেন পিতা পুত্র। ঘটনার কথা চাউর হতেই নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা।