আসানসোলের সালানপুরের নামোকেশিয়া এলাকায় তৃণমূল কর্মী উমাকান্ত ভারতীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। সূত্রের খবর সরস্বতী পুজোর বিসর্জনকে নিয়ে অশান্তি শুরু হলেও পরে তা রাজনৈতিক চেহারা নেয়। তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় সাতজন তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলে খবর।
উমা ভারতী অভিযোগ করেন, স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বারিক, বিপ্লব মারান্ডি এদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। আদিবাসীদের উসকে দিয়েই বিজেপি এই কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। কারণ আদিবাসীরা তীর-ধনুক নিয়ে হামলা চালিয়েছে। এমনকি পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। শুধু তৃণমূল নেতার বাড়ি নয়, পাশের একটি চায়ের দোকান ভাঙচুর করে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে যান। সেখানে গেলেই দুষ্কৃতীরা পিছু হাটে। এই ঘটনায় শুধু উমাকান্তবাবুই নন, তার স্ত্রী মালতীদেবী এবং তার ছেলের উপরও আক্রমণ নেমে আসে।
অন্যদিকে, হাবড়ায় বহিরাগতদের এনে সিএএ নিয়ে বাড়ি বাড়ি প্রচারে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি। এর প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন ৩ তৃণমূল কর্মী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।