টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে টস জিতেছিল নিউজিল্যান্ড। এবারও তাই হল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সাউদি। হ্যাঁ, উইলিয়ামসন নন। এই ম্যাচের নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। বাঁ কাঁধের চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন।
হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করেছিল টিম ইন্ডিয়া। ওয়েলিংটনেও তাই হচ্ছে। প্রথমে ব্যাট করছে ভারত। আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজাকে। তার বদলে দলে এসেছেন সঞ্জু স্যামসন, নবদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর। আগেই যদিও এই ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।
শুধু ভারতীয় দল না, নিউজিল্যান্ড দলেও হয়েছে পরিবর্তন। হ্যামিল্টনের দল থেকে নেই কলিন ডি গ্র্যান্ডহোমি। তিনি প্রথম তিন ম্যাচের জন্যই ছিলেন স্কোয়াডে। তাঁর জায়গায় এগারোয় এসেছেন ড্যারিল মিচেল। উইলিয়ামসনের জায়গায় দলে এসেছেন টম ব্রুস। এই বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম এগারোয় নানা কম্বিনেশন দেখে নেওয়ার পালা চলছে সব দলেই। সেই কারণেই এদিন ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে।