মোদী সরকারের ‘আচ্ছে দিনে’ দেশে যেমন ধাপে ধাপে দাম বেড়ে মহার্ঘ হয়েছে এলপিজি বা রান্নার গ্যাস, তেমনি একই অবস্থা জ্বালানিরও। এরই মধ্যে মোদী সরকার এবার ইউরো-সিক্স মানের নির্গমন বিধি মেনে ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার ফলে এপ্রিলের শুরু থেকেই পেট্রোল ও ডিজেলের দাম আর একপ্রস্থ বাড়তে চলেছে। সূত্রের খবর, লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম।
বর্তমানে ভারতের যানবাহনে বিএস-ফোর বা ভারত স্টেজ-ফোর মানের জ্বালানি ব্যবহার করা হয়। নয়া পরিবেশ বান্ধব জ্বালানি হবে ইউরো-সিক্স নির্গমন-অনুবর্তী জ্বালানির সমমানের। যানবাহনের দূষণ কমাতে বিএস-ফোর থেকে ভারত একলাফে বিএস-সিক্স মানের জ্বালানিতে চলে যাচ্ছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। ফলে, বিএস-ফোর- এর পরিবর্তে বিএস-সিক্স মানের জ্বালানি তেল ভারতীয় বাজারে জোগান দেওয়া হবে। এই পরিবর্তনের কারণেই লিটার প্রতি অতিরিক্ত ৫০ পয়সা থেকে ১টা খরচ হবে।
দেশের বৃহত্তম জ্বালানি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বৃহস্পতিবার জানান, ইতিমধ্যেই বিএস-সিক্স বা ইউরো-সিক্স মানের জ্বালানি তেল উৎপাদন শুরু হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই তা ডিপোগুলিতে পৌঁছে যাবে। তিনি বলেন, আইওসি ১ এপ্রিলের সময়সীমা সামনে রেখে এগোচ্ছে। স্বাভাবিকভাবেই এর ফলে দেশবাসীর দুর্ভোগ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। পাশাপাশি মোদী সরকারের এই সিদ্ধান্ত শনির দশা চলা গাড়ি শিল্পের চাকাও আরও খানিকটা বসিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।