জামিয়ায় পুলিশের সামনেই আন্দোলনকারীদের গুলি চালনায় অভিযুক্তকে হিন্দু মহাসভা সম্মানিত করবে! এমন কথা ঘোষণা করে তারা জানিয়েছে, ‘নাথুরাম গডসের মতো একজন প্রকৃত দেশপ্রেমীর মতো কাজ করেছে অভিযুক্ত’। বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর শহীদ দিবস উপলক্ষে রাজঘাটে যাওয়ার জন্য সামিল হচ্ছিলেন পড়ুয়া-প্রতিবাদীরা। কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দেয়। বসানো হয় ব্যারিকেড। তখনই আচমকা সামনে এসে অন্দোলনকারীদের দিকে বন্দুক তাক করে গুলি চালায় অভিযুক্ত।
হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে বলেছেন, ‘জামিয়ার ক্যাম্পাসে যাঁরা দেশবিরোধী কাজ করতে যাচ্ছিলেন, তাঁদের চুপ করিয়ে দেওয়ার এবং ইনস্ট্যান্ট আজাদি দেওয়ার চেষ্টা করায় ছেলেটির জন্য আমরা খুবই গর্বিত। শার্জিল ইমাম ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, JNU ও শাহিনবাদের যাঁরাই দেশবিরোধী কাজ করবে, তাঁদের গুলি করেই মারা উচিত’।
অভিযুক্তের পরনে ছিল জ্যাকেট-ট্রাউজার, হাঁটার মধ্যে বেপরোয়া ভাব স্পষ্ট। হাতে .৩১৫ বোরের দেশি পিস্তল। সেটি উঁচিয়েই আন্দোলনকারীদের হুমকি দিচ্ছিল সে। কয়েক মিনিট এ ভাবেই চলতে থাকে। হঠাৎই ছিটকে আসে গুলি। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গুলিচালনার সময় তার মুখে ‘জয় শ্রী রাম’-ও শোনা গিয়েছে। এছাড়াও গুলি চালনার আগে তার আগের মুহূর্তেই উক্তি ছিল, ‘ইয়ে লো আজাদি।’