দেশের কঠিন সময়ে প্রতিবাদ হবেই। সেই প্রতিবাদের নানান ধরণ থাকে। দেশজুড়ে ধর্মের নামে হানাহানি, বিতর্কিত আইনের জেরে ধর্মীয় রেষারেষি, এবং সর্বোপরি ‘রাষ্ট্রের দমন-পীড়নে’ নাগরিকদের প্রাণহানি ঘটে চলেছে এই দেশে। এবার সিএএর বিরোধিতায় কলকাতা বইমেলাতেও হচ্ছে প্রতিবাদ। সিএএ বিরোধিতায় সম্প্রীতির বার্তা নিয়ে স্টল সাজাল সৃষ্টিসুখ কর্তৃপক্ষ। ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছে ‘সৃষ্টিসুখ’।
সৃষ্টিসুখের কর্ণধার রোহন কুদ্দুস বললেন, “দেশে এই যা সময় চলছে! সিএএ বলুন, এনআরসি বলুন বা এনপিআর বলুন, অশান্তির মূলে হয়তো এগুলোই। আমরা, আমাদের বন্ধুবান্ধব সকলেই সোশ্যাল মিডিয়ায় হোক, বা অন্য কোনওভাবে প্রতিবাদ করেছি। আসলে আমাদের দেশটা তো সবার। সেটা আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। খুব পরিচিত কিছু মানুষের কালজয়ী কিছু কথা, আর সেই সঙ্গে দুই ভাষাতেই সংবিধানের প্রস্তাবনা দিয়ে আমরা স্টল সাজিয়েছি।
স্টলের গেটেই দুই ভাষায় লেখা রয়েছে সংবিধান। ভারত যে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক একটি দেশ সে কথা বলা রয়েছে। এছাড়াও এই স্টলে, চারদিকে ছড়িয়ে রয়েছেলালনের ‘জগৎ বেড়ে জাতের কথা’র পাশে ঠাঁই পেয়েছে ফৈয়জ আহমেদের ‘হম দেখেঙ্গে…’ আসলে, এসব কিছুর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য দেশের সরকারকে বোঝানো ধর্ম দিয়ে মানুষদের ভেদ করা উচিত নয়, আমাদের এই দেশ ধর্মনিরপেক্ষ।