অবশেষে উদ্ধার হল উত্তরপ্রদেশে পণবন্দি হওয়া শিশুরা। গতকাল ফারুখাবাদ থেকে সেই ২৩ শিশুকে উদ্ধার করে উত্তরপ্রদেশ পুলিশ। এনকাউন্টারে নিহত হয়েছেন অপহরণকারী। তাঁর নাম সুভাষ বাথাম। তদন্তে প্রকাশ পেয়েছে, সুভাষ শিশুদের পণবন্দি করে রেখেছিল। শেষপর্যন্ত ৯ ঘণ্টার অপারেশনে ওই শিশুদের উদ্ধার করা সম্ভব হয়।
জানা গেছে, এর আগেও জন্মদিনের নাম করে পার্টিতে ডেকে শিশু ও মহিলাদের পণবন্দি করেছেন সুভাষ বথাম নামে সেই ব্যক্তি। এইজন্য তাঁকে জেলেও যেতে হয়েছিল। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে সুভাষ ৷ তাঁর গান পয়েন্টে ছিল ২৩ জন শিশু ও বেশ কয়েকজন মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল, বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে যোগী রাজ্য৷ পুলিশ শিশু ও মহিলাদের উদ্ধার করতে গেলে সুভাষ হামলা চালায় বলে অভিযোগ৷ হামলায় আহত পুলিশ-সহ ৪।