প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিশিষ্টজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাব দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আর ইদানীং একই কথা ঘুরপাক খাচ্ছে বিজেপির প্রায় প্রতিটি নেতা-মন্ত্রীদের মুখে মুখে- কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতা মানেই দেশদ্রোহীতা। এবার যেমন উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রী রঘুরাজ সিং প্রকাশ্যেই হুমকি দিলেন, দেশদ্রোহীদের কুকুরের মতো মারব। আর এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের নাম বদলে করা হবে হিন্দুস্তান বিশ্ববিদ্যালয়।
আলিগড়ের গঙ্গা যাত্রা আগমন অনুষ্ঠান উপলক্ষে ভাষণ দিচ্ছিলেন যোগী সরকারের মন্ত্রী রঘুরাজ সিনহ। সেখানেই তিনি জানান আলিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের ‘গুণ্ডামি’তে মদত দিচ্ছে। ভাষণে তাঁর বক্তব্য, ‘বিশ্ববিদ্যালয় হিন্দুস্তানির জন্ম দিক, পাকিস্তানির নয়। পড়ুয়াদের এখানে থাকতে হলে ভারতীয় নিয়ম মেনে থাকতে হবে। ভারতে থেকে ভারতের বিরোধিতা করতে দেওয়া হবে না।’ সোশ্যাল মিডিয়ায় কয়েক মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর এই মন্তব্য। যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়। গেরুয়া শিবিরের ধারণা, মোদী সরকারের বিরোধিতা মানে ভারতের বিরোধিতা। আর সেই কারণেই যাঁরাই মোদী সরকারের বিরোধিতা করছেন, তাঁদেরই কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে নানাভাবে।