রাজ্যের যুব ভোটারদের নজর কাড়তে নতুন পরিকল্পনা নিয়ে ময়দানে নামছে তৃণমূল।
পুরসভা ভোটকে সামনে রেখে এবার যুবদেরই টার্গেট করেই ময়দানে নামছে তৃণমূল। লক্ষ ১৮-২৫ বছর বয়সী ভোটদাতারা। এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর বৈঠকে ছিলেন দলের যুব সভাপতিরাও। পুরভোটের আগেই যুবদের মন জয় করতে প্রচার শুরু করেবে তৃণমূল।
রাজ্যের যুবদের মন জয় করার ক্ষেত্রে কোথায় দলের ঘাটতি তা খতিয়ে দেখতে বলা হয়েছে যুব সভাপতিদের। পাশাপাশি কী করলে ভালো ফল হবে তার একটা রূপরেখাও তৈরি করে দিতে হবে যুব সভাপতিদের। একইসঙ্গে এও জানা গিয়েছে, দলের কথা মতো যুব নেতারা না চললে তাদের সংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে।
ইতিমধ্যেই যুবসমাজকে তাদের দিকে টানতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। পাঁচ বছরের শহরের উন্নয়ন সম্পর্কে তরুণ প্রজন্মের মন বুঝতে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি তাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ইউথ ফর কলকাতা’। আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যে ৭ টা থেকে মেয়র নিজের চেম্বার থেকে ফেসবুক লাইভ করবেন। মন বোঝার চেষ্টা করবেন এই শহরের তরুন প্রজন্মের।