এবার দলনেত্রীর মতই বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাধীনতার পর বিজেপির মতো সন্ত্রাসবাদী দল আমরা দেখিনি। এই রকম অসাংবিধানিক রাজনৈতিক দলও আমরা দেখিনি। দেশের অর্থনৈতিক বিপর্যয় ও বেকারত্ব নিয়েও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন কাকলি।
গতকাল মধ্যমগ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের উদ্বোধন হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানের শেষে কাকলি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘স্বাধীনতার পর বিজেপি’র মতো সন্ত্রাসবাদী দল আমরা দেখিনি। এমন অসাংবিধানিক দলও দেখিনি। আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না বিজেপি কী সত্যিই রাজনীতি করতে এসেছে নাকি দেশটাকে ভাগ করতে এসেছে? এরা মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করতে এসেছে।’
কাকলির সংযোজন, ‘কে কী পোশাক পরবে, কার কী খাদ্যাভ্যাস, সে সব নিয়ে এরা মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করছে।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা পরস্পরবিরোধী কথা বলছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যে সব কথা বলছেন, তাতে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি।’ দেশের অর্থনীতি নিয়ে প্রশ্নের জবাবে কাকলির বক্তব্য, ‘গত ৩৭ বছরের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সব চেয়ে খারাপ। বেকারত্ব সব চেয়ে বেশি।’