গোটা দেশ-সহ বাংলা জুড়ে চলছে এনআরসি-সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ। এবার সেই প্রতিবাদের আঁচ লাগল আজ সরস্বতী পুজোর মণ্ডপেও। কলকাতার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় থাকছে সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী পোস্টার-ফেস্টুন। কেউ কেউ আবার পুজোর থিমও করছেন এর বিরোধিতা করে।
কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ গণ বলেন, ‘বিভিন্ন পুজো মণ্ডপে এনআরসি, সিএএ বিরোধী স্লোগান লিখছি আমরা। পাশাপাশি উই ডিমান্ড এনআরইউ (ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়মেন্ট) লেখা পোস্টারও থাকবে।’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র রাজা মেহেদি বলেন, ‘আমাদের প্রতিটি ক্যাম্পাসে এটাই এ বার থিম সরস্বতী পুজোর।’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন, তাঁদের প্রতিটি ক্যাম্পাসেই এনআরসি, সিএএ-বিরোধী পোস্টার, ফেস্টুন থাকছে। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে রাস্তার উপরেও নানা রঙে এনআরসি, সিএএ বিরোধী আলপনা আঁকা হচ্ছে। বঙ্গবাসী কলেজের পুজোয় ঘুড়িতে লেখা থাকছে নতুন আইন-বিরোধী স্লোগান। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পুজোর থিমই এই আইনের বিরোধিতা করে। ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, গোটা মণ্ডপ সাজানো হবে এই আইনের বিরোধিতার অনুষঙ্গে। মানুষের আর্তনাদের প্রতীকী মূর্তি থেকে মৃত মানুষের মূর্তিও থাকছে।
তৃণমূল ছাত্র পরিষদ শহর জুড়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই আইন-বিরোধী গানও বাজাবে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা এর বিরোধিতায় পুজোর থিম করছে। প্রতিটি মণ্ডপে আমরা এই আইন-বিরোধী গানও বাজাব। সঙ্গে থাকবে নো এনআরসি, নো সিএএ স্লোগান।’