সিরিজে টানা তিন বার টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অকল্যান্ডে প্রথম দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তিনি। বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতীয় দলে কোনও বদল ঘটেনি, জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহালি।
প্রথম দুই টি-টোয়েন্টিতে দাপটে জিতেছিল ভারত। গত শুক্রবার অকল্যান্ডে টস হেরে দু’শোর বেশি রান তাড়া করতে নেমে জয় এসেছিল ছয় উইকেটে। রবিবারও রান তাড়া করতে হয়েছিল ভারতকে। কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাল্টে গিয়েছি পিচের চরিত্র। মন্থর পিচে পরিস্থিতি অনুসারে ধীরে সুস্থে করতে হয়েছিল রান তাড়া। আর তাতেও সাত উইকেটে জয় আটকায়নি।
বিশেষজ্ঞদের মতে, দুই দলের মধ্যে আসলে তফাত গড়ে দিয়েছেন ভারতের বোলাররা। আরও নির্দিষ্ট করে, ভারতের ডেথ ওভার বোলিংই জিতিয়েছে দলকে। যাতে মধ্যমণি হয়ে ফুটে উঠছেন জশপ্রীত বুমরা। সিরিজে আট ওভারে তাঁকে মাত্র দুটো তিনটি বাউন্ডারি মেরেছে বিপক্ষ। ডেথে তাঁর জন্য দুই ওভার রাখছেন বিরাট কোহালি। আর সেই দুই ওভারে মারতে পারছেন না কিউয়ি ব্যাটসম্যানরা। হোম টিমের শিবিরে রীতিমতো ত্রাসের সঞ্চার করে ফেলেছেন বুমরা। আর তা এতটাই যে মার্টিন গাপ্টিল প্রকাশ্যে বলেছেন, সিরিজের শেষ তিন ম্যাচে বুমরার অফ-ফর্মই তাঁদের লড়াইয়ে ফেরাতে পারে!
শুধু বুমরা নয়, এই টি-টোয়েন্টি সিরিজে নজর কেড়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। দু’জনেই ব্যাট হাতে থেকেছেন ধারাবাহিক। যা ভরসা দিয়েছে ভারতীয় দলকে। রোহিত শর্মা প্রথম দুই ম্যাচে রান না পেলেও তা সমস্যা হয়ে ওঠেনি। কোহালিও রান পাননি দ্বিতীয় ম্যাচে। কিন্তু তা বাধা হয়ে ওঠেনি। চার নম্বরে শ্রেয়াসের অবদান সেই কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।