গত কয়েক দিনে রাজ্যজুড়ে কনকনে ঠান্ডার পর এ বার বৃষ্টির ভ্রূকুটি। বুধবার সরস্বতী পুজোর দিন এবং বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়ার দফতর জানিয়েছে, এই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে উত্তুরে হাওয়া বাধা পাবে। তার ফলে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তবে শুক্রবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে ধীরে ধীরে। এমনকি বঙ্গে ফের ঠান্ডা বাড়তেও পারে।
জোড়া ঝঞ্ঝার সঙ্ঘাতে মঙ্গলবার রাত থেকে ঝরবে বৃষ্টি। বুধবার সরস্বতী পুজোর সারাদিনও রাজ্য জুড়ে মাঝেমধ্যে বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টি হবে বাংলাদেশের সীমান্ত লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বলেছে, মঙ্গলবার সকালেও বেশ কনকনে ঠান্ডা থাকবে। তবে বেলা বাড়ার পর বাড়বে জোলো হাওয়া। দানা বাঁধবে মেঘ। তাতে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা থাকবে একটু বেশি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে জানানো হয়েছে। দার্জিলিং-সহ পাহাড়ের অন্য জেলাগুলিতে মঙ্গলবারই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ পরগনা-সহ সমতলের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার।