এর আগে বেশ কয়েকবার ফাঁসির দিন ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছে তারিখ। সম্প্রতি নতুন করে ফাঁসির তারিখ ঘোষণা হওয়ার পর ফের ফাঁসি পিছোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী। এবার এই চারজনের মধ্যে অন্যতম মুকেশ সিং-এর দাবি যে জেলের মধ্যে যৌন অত্যাচার করা হয়েছিল তার ওপরে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি তাঁর ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সে।
সব তথ্য-প্রমাণ খতিয়ে না দেখে, ‘মাথা না খাটিয়েই’ নাকি নির্ভয়া কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুকেশ সিং-এর ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করেছেন মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ। বুধবার এই মামলার রায় জানাবে সুপ্রিম কোর্ট। তাঁর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ প্রশ্ন করেন যে কী করে তিনি বলতে পারেন যে রাষ্ট্রপতি মাথা না খাটিয়েই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন?
এদিকে মুকেশের ওপর জেলের ভেতরে একাধিকবার যৌন অত্যাচার হয়েছে বলে দাবি করেছেন অঞ্জনা প্রকাশ। রাষ্ট্রপতি সিদ্ধান্ত জানানোর আগেই মুকেশকে আলাদা সেলে রাখা হয়, যা জেলের আইনের বিরোধী বলেও দাবি করেন তিনি। শনিবার সকাল ছটায় ফাঁসি হওয়ার কথা নির্ভয়া কাণ্ডের চার অপরাধী মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় কুমার এবং অক্ষয় কুমারের। তার আগে ফের একবার ফাঁসি পিছিয়ে দিতে মরিয়া দোষীদের আইনজীবীরা।