আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস৷ এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি না মিটলে ফের মার্চে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হবে৷ তারপরেও যদি দাবি না মেটে তাহলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে তাঁরা। আর ফের ধর্মঘটের হুমকিতে চাপে পড়েছে সরকার।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। একাধিক দাবিতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের তরফে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
এদিন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বেতন বৃদ্ধি–সহ একাধিক দাবি গত ৩০ মাসেও মানা হয়নি৷ তাই ব্যাঙ্কের সংগঠনগুলি সরকারের কাছে এই দাবিগুলি অবিলম্বে পূরণের দাবি জানাচ্ছে৷ মানা না হলে তা হলে ফের মার্চের ১১, ১২ ও ১৩ তারিখ ধর্মঘট হবে৷ তারপরেও দাবি না মিটলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ব্যাঙ্ক ধর্মঘট হবে৷