বাংলায় রাজনৈতিক ষড়যন্ত্র করে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। এহেন চাঞ্চল্যকর দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। কিন্তু শীর্ষ আদালতে রীতিমতো মুখে চুনকালি লাগল বঙ্গ বিজেপি শিবিরের। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে পদ্মশিবিরের আইনজীবীকে ধুয়ে দিয়ে রাজ্য সরকার এবং বিরোধী উভয় শিবিরকে পরামর্শ দিয়ে বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব মেটাতে তারা যেন কোর্ট মুখো না হয়।
বঙ্গ বিজেপির হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়ছিলেন বরিষ্ঠ আইনজীবী গৌরব ভাটিয়া। অন্যদিকে তৃণমূল সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন কৌঁসুলি তথা রাজ্য সভার সাংসদ কপিল সিবাল। সোমবার এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সেখানে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। বঙ্গে রাজনৈতিক খুনের অভিযোগ নিয়ে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলাটি। এর বিরোধিতা করে কপিল সিবাল বলেন, কোনও রাজনৈতিক দলের আদৌ জনস্বার্থ মামলা দায়ের করার এক্তিয়ার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত আদালতের।
উত্তরে দুই পক্ষকেই প্রধান বিচারপতি বোবদে বলেন, ‘আমরা বিষয়টা নিয়ে ওয়াকিবহাল যে উভয় দলই আদালতকে রাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর মঞ্চ হিসেবে ব্যবহার করছে।’ গৌরব ভাটিয়া এবং কপিল সিবাল উভয় আইনজীবীকেই তিরস্কার করে আদালত। বোবদে আরও বলেন, ‘পারলে কোনও টিভি চ্যানেলে গিয়ে ঝগড়া করে নিজেদের সমস্যা মেটান, তাহলেই ভাল হয়।’
যদিও এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একটি নোটিশ দেয় শীর্ষ আদালত। নোটিশ দিয়ে চার সপ্তাহের মধ্যে পিটিশনের জবাব তলব করে সুপ্রিম কোর্ট।