দিল্লী বিধানসভা নির্বাচনের আগে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তোপ দাগলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। আজ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অধীরবাবু বলেন, ‘তিন তালাক আইনের সময় প্রধানমন্ত্রী মুসলিম বোনেদের জন্য চোখের জল ফেলেছিলেন। এখন কিন্তু ওঁর সবার আগে শাহিনবাগ যাওয়া উচিত। ওখানে মা–বোনেরা বসে আছেন, প্রধানমন্ত্রীর মনে সততা থাকলে তিনি সেখানে অবশ্যই যাবেন।’
প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আক্রমণাত্মক অধীর। এই বিল যখন সংসদে এসেছিল তখনও তিনি কেন্দ্রকে বেনজির কটাক্ষ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ছেড়ে কথা বলেননি। সরকার বিলটি পাশ করানোর সময় অধীরকে বলতে শোনা গিয়েছিল, ‘মোদী–শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। ওঁরা গুজরাত থেকে দিল্লীতে এসেছেন।’
দিল্লী বিধানসভা নির্বাচনের প্রধান ইস্যুই হয়ে উঠেছে শাহিনবাগের বিক্ষোভ। বিজেপি লাগাতার আম আদমি পার্টি ও কংগ্রেসকে আক্রমণ করে চলেছে এই ইস্যুতে। শাহিনবাগের আন্দোলনকারীদের কখনও ‘পাকিস্তানি’, কখন ‘দেশবিরোধী’ বলা হচ্ছে। অমিত শাহ রবিবার এমনটাও বলেছিলেন, ইভিএমের বোতাম এত জোরে টিপুন যেন সেটার কারেন্ট শাহিনবাগেও লাগে। এবার তারই পাল্টা জবাব দিলেন কংগ্রেসের অধীর।