রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। তাঁদের জন্য আগামী বুধবার থেকেই সরস্বতী পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরস্বতী পুজোয় বৃহস্পতিবার এবং শুক্রবার আগেই ছুটি ঘোষণা হয়েছিল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, বুধবারও ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। শনি, রবিবার আবার সাপ্তাহিক ছুটি। ছোটখাট সফরের জন্য এই ছুটি যথেষ্ট বলে মনে করছেন অনেকে।
সরকারি ক্যালেন্ডারে ৩০ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, তিথি অনুযায়ী ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি সরস্বতী পুজো। তাই পুজোয় আদৌ অফিস যেতে হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। এই পরিস্থিতিতে নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই বিভ্রান্তি অবসান করল নবান্ন।
আগামী বুধবারও বিভিন্ন জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই কারণেই এই বাড়তি ছুটি বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থ দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি ছুটি। এরপর যে কোনও পুজোর পরের দিনও ছুটি দেয় রাজ্য সরকার। তাই ৩১ জানুয়ারিও ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি রইল ফেব্রুয়ারি মাসের ১ এবং ২ তারিখ। তা যথাক্রমে শনি এবং রবিবার।