এর আগে বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে ‘তৃণমূলের কুকুর’ বলে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাতে আরও সংযোজন করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছিলেন, ‘বুদ্ধিজীবীদের কুকুর বলতে অসুবিধা থাকলে বাঁদর বলুন’। এই কথা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। প্রতিবাদ করেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। নিজের সেই ধারা বজায় রেখে ফের একবার শালীনতার সীমা ছাড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার মুখ্যমন্ত্রীকে ‘কালনাগিনী’ নেত্রী বলে কটূক্তি করলেন তিনি।
সোমবার বাঁকুড়ার ওন্দায় সিএএ-র সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে বিজেপির পদযাত্রায় অংশ নেন সৌমিত্র খাঁ। পদযাত্রা ওন্দার গগড়া হসপিটাল মোড় থেকে শুরু হয়ে ওন্দা ইলেকট্রিক সাপ্লাই অফিস পর্যন্ত যায়। পদযাত্রা শেষে ওন্দা পুরাতন সবজি বাজারে একটি দলীয় সভায় বক্তব্য রাখতে উঠে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সততার নেত্রী নন, তিনি কালনাগিনী নেত্রী।’ এই মন্তব্যের জেরে ফের একবার নেটিজেনদের তোপের মুখে পড়েছেন বিজেপির এই নেতা।