বিধানসভায় আজ সিএএ বিরোধী বিল পাস হওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি এদিন তিনি বলেন, এটা একটা সংবিধানবিরোধী সরকার। এদিন পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকায় সিএএ-এর সমর্থনে সমাবেশ উপস্থিত হয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘সংবিধানবিরোধী সরকারের সংবিধানবিরোধী মুখ্যমন্ত্রী। তা না হলে সিএএ আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাস করত না। এদের কোনও ক্ষমতাই নেই এটা করার। কেন্দ্র সরকার যেখানে দুই হাউসে ভোটাধিক্যে এটা পাস করেছে, রাষ্ট্রপতির সইতে এই ধারা আইনে পরিণত হয়েছে, সেহেতু কেন্দ্রীয় আইনকে এভাবে বিধানসভায় চ্যালেঞ্জ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানবিরোধী কাজ করেছেন।’
এদিন এনপিআর বিরোধিতা করা প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এনপিআর-এর বিরোধিতা করছেন। কারণ এর দ্বারা রাজ্যের মানুষের দুরাবস্থা ধরা পড়ে যাবে। তাই এনপিআর প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করছেন। বাংলাদেশ ও পাকিস্তানের অনুপ্রবেশকারীদের সংখ্যা বেরিয়ে যাবে এটা করা হলে। সংবিধানের দ্বারা নির্বাচিত হওয়ার পরেও বিধানসভায় সংবিধানবিরোধী কাজ করে, তাকে ধিক্কার জানাই। ধিক্কার জানাই সরকার ও ওদের দোসর কংগ্রেস এবং সিপিএমকে।
তিনি আরও বলেন, ‘কংগ্রেস-সিপিএম প্রকাশ্যে ঘোষণা করুক, এরাজ্যে কংগ্রেস ও সিপিএম মমতা ব্যানার্জির সেবক হিসেবে কাজ করবে ওঁরা। বিধানসভায় আজকে উদ্বাস্তু বিরোধী বিল পাস করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের বিরুদ্ধে। হিন্দু উদ্বাস্তুদের তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল পাস করিয়েছেন। এটা আমরা উদ্বাস্তু এলাকার মানুষের কাছে প্রচার করব।’