দেশজোড়া এনআরসি-সিএএ বিরোধী আবহের মধ্যে আগেই
কেন্দ্রের মোদী সরকারকে অহঙ্কারী, অশিক্ষিত ও ভীতু বলে তোপ দেগেছিলেন তিনি। এবার আক্রমণের ধার আরও বাড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি ‘জানোয়ার’ বললেন বলিউডের পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপ!
নিজের সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে অনুরাগ লেখেন, ‘আমাদের গৃহমন্ত্রী কত ভীতু। নিজের পুলিশ, নিজের গুন্ডা, নিজের সেনা থাকা সত্ত্বেও নিজেরই সুরক্ষা বাড়ায়। আর এদিকে তারা শুধু প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করায়। যদি নোংরামো আর নিচু মানসিকতার সব সীমা কেউ ছাড়িয়েছে, যে হল অমিত শাহ। ইতিহাস এই জানোয়ারটার গায়ে থুতু ছেটাবে’। পরিচালকের এই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম বিজেপি বিরোধী মুখ অনুরাগ। শুরু থেকেই মোদী-শাহ শিবিরের বিরোধিতায় সরব তিনি। এই কারণে একাধিকবার ‘ভক্ত’দের তীব্র কটাক্ষের সম্মুখিনও হতে হয়েছে তাঁকে। এমনকি বলিউডের অন্য গোষ্ঠীর থেকেও আক্রমণ করা হয়েছে তাঁকে, কিন্তু তিনি দমে যাননি। মাঝে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেও ফিরে এসে ফের বিজেপি বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। ‘মোদী সরকার অশিক্ষিতদের জন্য’, ‘মোদী বাবার জন্ম সার্টিফিকেট দেখতে চাই’…এমন সব মন্তব্য তো ছিলই। এবার সরাসরি শাহকে নিশানা করলেন অনুরাগ।