আজ ইডেনে দিল্লীর বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে বাংলা। যে ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেলে কোয়ার্টার ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবেন মনোজ তিওয়ারিরা। পাঁচ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে অরুণ লালের দল। জানা গেছে, রঞ্জি ট্রফির এলিট ‘এ’ ও ‘বি’ গ্রুপের প্রথম পাঁচ দলের মধ্যে থাকলে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে বাংলা। তাই এই ম্যাচ জিততে মরিয়া বাংলার ছেলেরা।
এই ম্যাচে বাংলা নামছে তিন পেসার নিয়ে। ৩১ বছর বয়সি ডান-হাতি পেসার নীলকণ্ঠ দাসের অভিষেক হতে চলেছে সোমবার ইডেনে। আকাশ দীপ ও মুকেশ কুমারের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলবেন তিনি। বাংলার কোচ অরুণ লাল বলছিলেন, ‘কল্যাণীতে দুরন্ত পারফর্ম করে দিল্লীর বিরুদ্ধে নামছি। প্রত্যেকে আত্মবিশ্বাসী। একেবারে মনের মতো উইকেট পাচ্ছি ইডেনে। ঘাস রয়েছে। যেখানে সাহায্য পাবে পেসাররা।’
এ দিকে ব্যাট হাতে নীতীশ রানা ছন্দে থাকলেও দিল্লী শিবিরে বড় সমস্যা চোট। গত ম্যাচে চোট পেয়ে বাংলার বিরুদ্ধে খেলছেন না ইশান্ত শর্মা। চোট পেয়ে বাংলার বিরুদ্ধে নেই প্রদীপ সাংগওয়ানও। এ দিকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে নিউজিল্যান্ডে রয়েছেন নবদীপ সাইনি। কাঁধের চোট সারিয়ে শেষ ম্যাচেই ফিরেছেন কুলবন্ত খেজরোলিয়া। অধিনায়ক ধ্রুব শোরে বলছিলেন, ‘দলে যতই চোট সমস্যা থাকুক। আমরা শেষ ম্যাচ জিতে বাংলার বিরুদ্ধে খেলতে এসেছি। আমাদের কাছেও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’