আজ ৭১তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতার রেড রোডে শুরু হয়েছে উদযাপন অনুষ্ঠান। যার ফলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। দিল্লীর পাশাপাশি কলকাতাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে এই অনুষ্ঠান। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য রেড রোড সংলগ্ন অঞ্চলকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। সেখানে মোতায়েন রয়েছে চার হাজার পুলিশ কর্মী। এছাড়াও রয়েছে কমব্যাট ফোর্স, মোর্চা ফোর্স। প্রতিটি মেট্রো স্টেশনেও রয়েছে পুলিশের বাড়তি নজরদারি।
২৬ জানুয়ারি, ১৯৫০ থেকে প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা পায় ভারত। এ দিন যথাযোগ্য মর্যাদায় সেই দিনটিই উদযাপন করবে দেশবাসী। সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে সেখানে। রেড রোডের অনুষ্ঠান মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত আছেন রাজ্যপাল জগদীপ ধনকর। পতাকা উত্তোলনের পর শুরু হয়েছে মূল অনুষ্ঠান। এছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন দেশবিদেশের বহু অতিথিরা।